লামা উপজেলায় ১০১টি প্রাথমিক বিদ্যালয় ও ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেয়া হয়েছে। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় লামা উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন পাঠ্যবই।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ১০১টি প্রাথমিক বিদ্যালয়ের ২৭ হাজার ৪৮জন শিক্ষার্থীর হাতে ১ লাখ ১৫হাজার ৩২৮টি ও ২৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভোকেশনাল, মাদ্রাসা, ইবতেদায়ী এবং দাখিল শ্রেণির ৮ হাজার ৯শ' শিক্ষার্থীর হাতে ১লাখ ৫৫ হাজার ৫০টি বই তুলে দেয়া হয়েছে। গত ১১ বছর ধরে প্রতিবছরই ১ জানুয়ারিতে নতুন বই শিশুদের হাতে তুলে দেয়া হয়। দিনটি বই উৎসব হিসেবে পালন করা হয়।
বেলা ১১টায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মিলকি রাণী দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক এম. ইমতিয়াজ।
বেলা ১২টায় নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বই বিতরণ করা হয়। এসময় সভাপতির বক্তব্য রাখেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি।
বিডি প্রতিদিন/এ মজুমদার