বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লা ছাত্রদলের দুই গ্রুপ র্যালি করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে।
বুধবার বেলা ১১টায় কুমিল্লা সিটি করপোশনের মেয়র মনিরুল হক সাক্কু গ্রুপের ছাত্রদলের নেতাকর্মীরা কান্দিরপাড় পার্টি অফিসের সামনে থেকে র্যালি নিয়ে বের হলে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রদলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ র্যালি করতে না দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ফিরিয়ে দেন।
এদিকে, একই কর্মসূচি ঘিরে বিকাল ৪টায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন গ্রুপের ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর মনোহরপুর মহিলা সরকারি কলেজ এলাকা থেকে র্যালি নিয়ে কান্দিরপাড় হয়ে লিবার্টি চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়ে। পরে নেতার্মীরা র্যালি না করে চলে যান।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, সকালে একটি পক্ষ শান্তিপূর্ণ র্যালির কথা বলে বিক্ষোভের মতো আকার তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশ বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
অন্যদিকে, বিকালে আরেকটি পক্ষ র্যালি করে শেষ পর্যায়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে শান্তিপূর্ণভাবে শেষ করার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/কালাম