শরীয়তপুরে নববর্ষের প্রথম দিনেই সারাদেশের মত বই উৎসব উদযাপিত হয়েছে।
শরীয়তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বই উৎসবের আয়োজন করে জেলা শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
প্রধান অতিথি বই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ, পিটিআই সুপার কারম আলী।
শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে নতুন বই তুলে দেন।
বিডি প্রতিদিন/কালাম