পাওনা টাকা চাইতে গিয়ে পাওনাদারের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম সানি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সানি জেলার নবীনগর উপজেলার ভোলাচং এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
গতকাল বুধবার সন্ধ্যায় জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সানি লোকজন নিয়ে তার পাওনা টাকা আদায়ের জন্য শ্রীরামপুর গ্রামের বাসিন্দা জীবন মিয়ার কাছে যান। এসময় টাকা চাইলে জীবনের সাথে সানির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয় তাদের মধ্যে। এসময় সানিকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান বলেন, আর্থিক বিষয় নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত জীবন পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ