‘‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে ‘‘বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও সমাজসেবা অধিদফতর’’ বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান, গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য দিলরুবা ফায়জিয়া, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন প্রমুখ।
গাজীপুর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের যৌথ আয়োজিত অনুষ্ঠানে সরকারী শিশু পরিবার ভানুয়া এবং সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা