ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত একটি সেফটি ট্যাংক থেকে সাইদুর রহমান (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর এলাকার কাঞ্চনমুড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সেফটি ট্যাংকে ফেলে গেছে ঘাতকরা।
নিহত সাইদুর কাঞ্চনমুড়ি গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক। এ ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম।
পরিবার ও স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যায় মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইদুর। পরে রাত সাড়ে ৮টা পর থেকে তার মোবাইলে যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন। পরদিন তাকে খুঁজে না পেয়ে কসবা থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।
পরে বৃহস্পতিবার সকালে কাঞ্চনমুড়ি এলাকার পরিত্যাক্ত একটি টয়লেটের সেফটি ট্যাংকে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় মানুষের ঢল নামে। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন