চলতি আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারিভাবে ৮ হাজার ৩’শ ৮৩ মেট্রিক টন আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এতে সিদ্ধ চালের মূল্য ধরা হয়েছে কেজি প্রতি ৩৬ টাকা ও আতব চালের মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা।
বৃহস্পতিবার সকালে উপজেলার আশুগঞ্জ খাদ্য গুদামে এই চাল সংগ্রহ অভিযান শুরু হয়। চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল হোসেন ভূঁইয়া, আশুগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া চাতালকল ও হাসকিং মালিক সমিতিরি সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভূঁইয়া স্বপন, আশুগঞ্জ চাতালকল মালিক সমিতির সভাপতি জুবায়ের হায়দার বুলু, সাধারণ সম্পাদক হাজি মো. হেলাল শিকদার প্রমুখ।
আশুগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে আশুগঞ্জ উপজেলায় ৮ হাজার ৩’শ ৮৩ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করার জন্য লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল পাঁচ হাজার ৯’শ ৩৯ মেট্রিক টন ও আতব ২ হাজার ৪’শ ৪৪ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি সিদ্ধ চাল সংগ্রহের জন্য ১৬৬ টি মিল ও আতব চালের জন্য ৬৭ টি মিলের সাথে চুক্তি করা হয়েছে। চুক্তি করার শেষ সময় ছিল ২৬ ডিসেম্বর পর্যন্ত এবং চুক্তি অনুযায়ী চাল দেয়ার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।
আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল হোসেন ভূঁইয়া জানান, আমন মৌসুমে আশুগঞ্জে সরকারিভাবে ৮ হাজার ৩’শ ৮৩ মেট্রিক টন আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সিদ্ধ চাল পাচঁ হাজার ৯’শ ৩৯ মেট্রিক টন ও আতব ২ হাজার ৪’শ ৪৪ মেট্রিক টন নেয়া হবে। ২৮ ফেব্রুয়ারি এই চাল নেয়ার শেষ সময়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন