বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলা সরকারি কলেজ ও বাকেরগঞ্জ মুজাহেদিয়া কেরামতিয়া ফাজিল মাদ্রাসার সামনে গতিরোধক নির্মাণের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বাকেরগঞ্জ সরকারি কলেজ এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মানিক হোসেন মোল্লা, প্রভাষক সরাফুল ইসলাম, মাদ্রাসা সুপার মাওলানা মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়াসহ অন্যান্যরা।
বক্তারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলা সরকারি কলেজ ও বাকেরগঞ্জ মুজাহেদিয়া কেরামতিয়া ফাজিল মাদ্রাসার সামনে পৃথক গতিরোধক নির্মাণের দাবি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন