বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক বুলু শেখ, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা তাসমিন, শেখ আজমল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল