‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই ব্রতকে সামনে রেখে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের বাড়ি গিয়ে শীতবস্ত্র তুলে দিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার গভীর রাতে পাবনা শহররের বিভিন্ন এলাকায় ৫শ' শীতবস্ত্র এবং ২শ' কম্বল বিতরণ করেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নেতৃবৃন্দ।
পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মো. আলী মর্তুজা বিশ্বাস সনি, সহ সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে চেম্বারের পরিচালকবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ এসব শীতবস্ত্র বিতরণ করেন।
পাবনা চেম্বারের পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমান, মো. সাজ্জাদ প্রামানিক বাচ্চু, আশরাফ উজ্জামান মিঠু, মোহাম্মদ আলী, মিরাজুল আলম রুবেল, ব্যবসায়ী শ্যামল ঘোষ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল