সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষক মতিয়ার রহমান মিলনকে মারধরের ঘটনায় সিংড়ার চৌগ্রাম ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম ভোলাসহ দুজন রাতে আটকের পর দুপুরেই আদালত থেকে জামিন পেয়েছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে সিংড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার নাটোর আদালতে পাঠালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করলে বিচারক মো: রেজাউল করিম তাদের জামিন মঞ্জুর করেন।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত, এরআগে ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলার কথা অনুযায়ী শিক্ষক নিয়োগ না দেওয়ার কারণে একই উপজেলার বড়িয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট করার ঘটনা ঘটেছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন