মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের সদর রোড প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে মাদক দ্রব্যের কুফল ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সহকারি ভূমি কর্মকর্তা আশিষ কুমার, ঢালচর ইউপি চেয়ারম্যান এবি সালাম হাওলাদার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী।
বিডি প্রতিদিন/হিমেল