চকরিয়ায় সড়কের পাশে ভ্যানগাড়ির ধাক্কায় আহত অজ্ঞাত এক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট দরগাহগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভ্যানগাড়ির ধাক্কায় অজ্ঞাত ওই বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন। এসময় ডুলাহাজারা এলাকায় যাওয়ার পথে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান ওই আহত বৃদ্ধাকে গাড়িতে তুলে মালুমঘাট খ্রিষ্ট্রান হাসপাতালে ভর্তি করেন।
হাবিবুর রহমান বলেন, ডুলাহাজারা বাজারে আয়োজিত ‘হ্যালো ওসি’ শীর্ষক প্রোগ্রামে যাওয়ার পথে মালুমঘাট দরগাহ গেইট এলাকায় ওই নারীকে পড়ে থাকতে দেখি। বিষয়টি মানবিক দিক বিবেচনা করে একজন মানুষ হিসেবে দায়িত্বটুকু পালন করেছি মাত্র।
বিডি প্রতিদিন/হিমেল