বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের একদল নেতাকর্মী হামলা করে ব্যানার ফেস্টুন ভেঙ্গে ফেলেছে। এসময় জেলা শহরের নবাববাড়ি সড়কের জেলা বিএনপির কার্যালয়ের প্রবেশমুখের কলাপসিবল গেট ভেঙ্গে ফেলার চেষ্টাও করে তারা।
বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এই ঘটনা ঘটায়।
জানা যায়, বুধবার জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে উঠে বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। এঘটনার প্রতিবাদে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে বিএনপি অফিসের কলাপসিবল গেটে বাড়ি দেয়। এ সময় কয়েকটি ব্যানার ছিড়ে ফেলে।
বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম জানান, নিজেরায় হামলা করে ছাত্রলীগের নাম ব্যবহার করা হচ্ছে। এমন অপপ্রচার করা কারোই উচিত নয়। বিএনপি অফিস সব সময় বন্ধ থাকে। সেখানে কোন নেতাকর্মী যায় না। সেখানে ব্যানার ফেস্টুনও ছিড়ে ফেলার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। ছাত্রলীগের কোন নেতাকর্মী এমন কাজের সাথে জড়িত নয়।
এদিকে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য জিএম সিরাজ এক বিবৃতিতে বলেন, ছাত্রলীগ বিনা উস্কানীতে বিএনপি অফিসে হামলা করেছে। পুলিশ ছাত্রদলের র্যালি পূর্ব জমায়েতে লাঠিচার্জ করে উল্টো মিথ্যা মামলা দায়ের করেছে। যাতে ছাত্রদল শক্তিশালী হয়ে না উঠতে পারে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন