নাটোরে স্যান্ডেলের ভিতর থেকে ৮০ হাজার ইউএস ডলারসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। ৮০ হাজার ডলারের বাংলাদেশি মূল্য বর্তমানে ৬৫ লাখ টাকা।
আটককৃতরা হচ্ছে, ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার আলমপুর গ্রামের মৃত ফরিদ আহম্মেদের ছেলে রাসেল মিয়া (২৫) এবং একই এলাকার তোতা মিয়ার ছেলে মইন উদ্দীন (২৭)।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাসে যাত্রীবাহীবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় দুটি পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।
সন্ধ্যা সাড়ে ৭টার সময় নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন