কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার চট্রগ্রাম শিক্ষা বোর্ড কতৃক এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।
বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে।
টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহদুর, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত সদস্য ও শিক্ষক প্রতিনিধি দিলীপ কুমার দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি ও সদস্য মো. ওমর আলী।
বিডি প্রতিদিন/ফারজানা