৪ জানুয়ারি, ২০২০ ১৯:৪৯

মাদক সেবন না করার শপথ ৫০০ শিক্ষার্থীর

কুমিল্লা প্রতিনিধি

মাদক সেবন না করার শপথ ৫০০ শিক্ষার্থীর

কুমিল্লার চান্দিনায় মাদক সেবন ও বিক্রি না করার শপথ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আজ শনিবার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে শপথ নেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপস্থিত সকলে। সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। 

বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, পুলিশ ইন্সপেক্টর শামস্ উদ্দিন ইলিয়াস, অধ্যাপক হেদায়েত উল্লাহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক। 

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর