মুন্সিগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় সারা দেশের ন্যায় একযোগে মুন্সিগঞ্জে পতাকা ভাস্কর্য পাদদেশে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করা হয়।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার হাজার জনতার ঢল নামে। জেলা প্রশাসনের উদ্যোগে একটি কাউন্ট ডাউন ক্লক বসানো হয়েছে পতাকা ভাস্কর্যের সামনে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল