নাটোরের মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে ৭৭ দিনের ক্ষণগণনা করে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত দিবসে মুজিববর্ষের সূচনাতে ক্ষণগণনাকাল শেষ হবে।
একই সাথে জেলার ছয়টি উপজেলা এলাকাতেও ক্ষণগণনা যন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে। ক্ষণগণনা যন্ত্রের উপরিভাগের একটি বৃত্তে লেখা হয়েছে-কোটি মানুষের কণ্ঠস্বর এবং অপর বৃত্তে মুজিব শতবর্ষ। পাশেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্বলিত আরো একটি স্থাপনাতে বঙ্গবন্ধুর জন্মশত বর্ষের নির্দেশনা করে লেখা হয়েছে-১০০।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা শরীফুন্নেছা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। কৃতজ্ঞ জাতির সাথে নাটোরের মানুষ সারা বছর জুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে। জন্মশত বছরের প্রত্যাশিত আগমনকে স্মরণীয় করে রাখতে ক্ষণগণনা যন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে। সন্ধ্যার পর আলোচনা সভা ও মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল