বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর (মুজিববর্ষ) শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষের শুভ উদ্বোধনী অনুষ্ঠান এলইডি পর্দায় সরাসরি প্রদর্শনের মাধ্যমে উপভোগ করেন সবাই।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে মুজিববর্ষ ও ক্ষণগণনা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।
এছাড়াও জেলার সকল সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করেন। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন