দুর্নীতির অভিযোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) চাকরিচ্যুত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মদন মোহন সাহাকে গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার দুপুরে জেলা পিডিবিএফ কার্যালয়ের সামনে ঘণ্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহা পিডিবিএফ প্রধান কার্যালয়ে কর্মরত কর্মীদের কল্যাণ সমিতি থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাছাড়া স্বাস্থ্য সেবার নামে ভুয়া কোম্পানির মাধ্যমে সমিতির দরিদ্র সদস্যদের লাখ লাখ টাকা লুটপাট করেছেন। তারা আরও বলেন, কর্মীদের সিপিএফ এর ৫৩ কোটি টাকা কয়েকটি নামসর্বস্ব লিজিং কোম্পানিতে রেখেছেন, যা আদৌ ফিরে পাওয়ার কোনও সম্ভাবনা নেই।
বক্তারা অবিলম্বে সাবেক এমডি মদন মোহন সাহার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা করার এবং তাকে গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন পিডিবিএফ কর্মচারী ইউনিয়ন জেলা কমিটির সভাপতি জুলহাস উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চিনু রাণী সরকার, মনির হোসেন পাটোয়ারী, নিরঞ্জন চন্দ্র চৌধুরী, মাজহারুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম