বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে জামালপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামালপুরে সদর উপজেলা পরিষদের আয়োজনে শহরের দয়াময়ী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদরের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল রনির সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধ সুজাত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার