নরসিংদীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, প্রফেসার মোহাম্মদ আলী,প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সম্পাদক মাজহারুল পাভেজ, মুক্তিযোদ্ধা কমেন্ডার মোতালিব পাঠান প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার ৬টি উপজেলা থেকে ৬টি বালক দল এবং ৬টি বালিকা দল অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/হিমেল