বগুড়ার শেরপুর উপজেলায় সরকারি ভাবে আমন মৌসুমে সিদ্ধ ও আতপ ধানের চাল সংগ্রহ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় শেরপুর ধুনটমোড় খাদ্যগুদামে আমন ধানের চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ।
এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেকেন্দার রবিউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, কৃষি সম্প্রসারণ অফিসার ছামিদুল ইসলাম, খাদ্য কর্মকর্তা এস এম আতিকুল ইসলাম, মুকুল টুডু, পিআইও মমিনুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভুইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদ, সমিতির নেতা আব্দুর রাজ্জাক, হানিফ উদ্দিন, মনোয়ার, এনামুল হক প্রমুখ।
বগুড়ার শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, এ উপজেলায় ৪ শ' ২১টি চালকল থেকে সরকারি ভাবে আমন ধানের সিদ্ধ চাল ৪ হাজার ৯শ' ৯৩ মেট্রিকটন ৩৬ টাকা দরে এবং আতপ ৩শ' ১৫টন ৩৫টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন