নোয়াখালী চৌমুহনী বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট ও বেকারী দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক।
নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক জানান, আমরা এই অভিযান দুইভাবে করেছি। একটি গ্যাস-চুক্তি, অন্যটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও বেগমগঞ্জ থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন