বাসর ঘরের ফুল কিনতে সড়ক দুর্ঘটনায় তন্ময় বিশ্বাস নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাটের সামনে। সে সদর উপজেলার কলমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল জেলা সদরের হাট-বাকুয়া গ্রামের একটি মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তন্ময় বিশ্বাসের। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। ওই সময় সে ঝিনাইদহ শহরে বাসর ঘরের ফুল কিনার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে যায়। হঠাৎ রাত ৮টার দিকে খবর এলো সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মকর্তা রউফ মোল্লা জানান, মোটরসাইকেল ঠেকিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তন্ময় বিশ্বাস। এ সময় অজ্ঞাতনামা একটি যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ