জাতীয়করণ দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজল।
জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক এমদাদুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, আ.ক.ম. এহছানুল হক, এমদাদুল হক, আবুল বাসার মৃধা প্রমুখ।
সভায় বক্তারা দেশের ২৬ হাজার ১৯৩টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে একযোগে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার অঙ্গীকার করেন। আলোচনা সভা শেষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ