১৭ জানুয়ারি, ২০২০ ১৬:২৫

মেঘনায় ফের দুই লঞ্চের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেঘনায় ফের দুই লঞ্চের সংঘর্ষ

দুই লঞ্চের মধ্যকার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এমভি প্রিন্স আওলাদ-৪-বাংলাদেশ প্রতিদিন

বরিশাল-ঢাকা নদী পথের চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে পাঁচ দিনের ব্যবধানে আবারও দুই লঞ্চের সংঘর্ষ হয়েছে। গত রাত ১টার দিকে সংঘঠিত এই ঘটনায় ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত লঞ্চ দুটি হলো এমভি প্রিন্স আওলাদ-৪ ও এমভি টিপু-১২। আহতরা সবাই এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের যাত্রী। এছাড়া দুটি লঞ্চের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চটি বরিশালের হিজলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে এমভি টিপু-১২ লঞ্চটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। এমভি টিপু-১২ লঞ্চের সুপারভাইজার লিটু দাস জানান, এমভি টিপু-১২-এর যন্ত্রাংশ মেরামত করার সময় বিপরীত দিক থেকে এমভি আওলাদ-৪ লঞ্চটি এসে পড়ায় সংঘর্ষ হয়। 
এর আগে রবিবার দিবাগত রাতে চাঁদপুরের মেঘনা নদীতে এমভি কীর্তনখোলা-১০ এবং এমভি টিপু-৯ লঞ্চের সংঘর্ষে মা ও মেয়ে নিহত এবং অন্তত আটজন গুরুতর আহত হয়। 
বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর