হাড় কাঁপানো শীতে হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’। তরুণদের উদ্যোগে এবং চাঁদায় পরিচালিত এই সংগঠন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে।
বৃহস্পতিবার সিরাজগঞ্জের পাঙ্গাসী ইউনিয়নে ১০০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনের সদস্যরা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সরকার, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজাম্মেল হক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূর-এ-আজম সিদ্দিক, মতিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ-সম্পাদক ইসমাইল হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, প্রচার-সম্পাদক সবুজ হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ।
সহ-সভাপতি নূর-এ-আজম সিদ্দিক বলেন, আমরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে কোন সেবা সংস্থার সহায়তা ছাড়া সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে শীতার্ত মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি।
বিডি প্রতিদিন/আরাফাত