১৭ জানুয়ারি, ২০২০ ১৯:১১

বগুড়ায় পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পিঠা উৎসব অনুষ্ঠিত

চিতই, পুলি, পাটি সাপটা, হৃদয় হরণ, মুগ পাকন, ঝাল কুশলী, তাল পিঠা, বিস্কুট পিঠা, মনকারা, বকুল পিঠা, তেল পিঠা, ঝিনুক পিঠা, রংধনু খাজা পুলি, গোলাপ পিঠা, বিবি খানা পিঠা, ভাপা নামসহ হরেক নাম হলেও সবই পিঠা। পিঠার এই বাহারি নাম নিয়ে বগুড়া শহরের টিটু মিলনায়তন চত্বরে শুক্রবার সকাল থেকে পিঠা উৎসব অনুষ্ঠিত হলো। লিটল থিয়েটার, ভোর হলো ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এই উৎসবের আয়োজন করে।

দিনব্যাপি উৎসবে ঐতিহ্যবাহী আকবরিয়া গ্রান্ড হোটেল, বগুড়া সরকারী মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা শহরের জলেশ্বরীতলার ইচ্ছে তুলি আর্ট গ্যালারি, মাটিডালি উচ্চ বিদ্যালয়, ভান্ডারি বালিকা বিদ্যালয়, টিএমএসএস দাখিল মাদরাসা, ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজসহ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের হরেক রকমের পিঠা নিয়ে স্টল সাজান। 

জেলা প্রশাসন, বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটারের সহযোগিতায় পিঠা উৎসবে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনের রোমেনা আফাজ মুক্তমঞ্চে ১৮ তম উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। 

এতে বিশেষ অতিথি ছিলেন  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক সাইদ সিদ্দিকী, উচ্চারণ একাডেমির পরিচালক এড. পলাশ খন্দকার, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু প্রমুখ। গ্রামীণ ঐতিহ্য আইলা (তুষের আগুন) জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়া প্রেসক্লাব সভাপতি মোজাম্মেল হক।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর