প্রতি সপ্তাহে দুস্থ অসহায় গরীব রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে দেশবাংলা ফাউন্ডেশন। স্বাস্থ্যসেবা নিতে প্রতি শুক্রবার ভিড় করছে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
দেশবাংলা ফাউন্ডেশনের অর্থায়নে এলাকার এ সব গরীব অসহায়দের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক টিম রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং নিজস্ব অর্থায়নে প্রায় ২ বছর ধরে এ সেবা কার্যক্রম চলে আসছে।
বিডি প্রতিদিন/হিমেল