১৮ জানুয়ারি, ২০২০ ১৬:২৩

হালুয়াঘাটে ৭ দিনব্যাপী পৌষ মেলা শুরু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :

হালুয়াঘাটে ৭ দিনব্যাপী পৌষ মেলা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ঘিরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী পৌষ মেলা। শুক্রবার রাতে উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল আনুষ্ঠনিতকার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ জুয়েল আরেং।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা আওয়মী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল  ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

মেলার শুরুতে পৌষ কথন পর্বে বক্তারা বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের কথা তুলে ধরেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সমবেত সঙ্গীত, একক পরিবেশনা, দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। নানা আয়োজনের পসরা নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে প্রায় ২১টি স্টল। মেলাটি চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।

এছাড়াও মেলা প্রাঙ্গণে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নকশাঁয় খচিত পদ্মাসেতু, ফ্লাইওভার, মেট্রোরেল প্রকল্পসহ স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিষয়ক চিত্র প্রদর্শনী। ছোট শিশুদের জন্যে বিভিন্ন ধরনের রাইড ও জাদু শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর