বগুড়ার সোনাতলা উপজেলায় অজ্ঞাত এক নারীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।
সোনাতলা থানা পুলিশ জানিয়েছে, উপজেলার বালুয়া ইউনিয়নের রাখালগাছি গ্রামের তালতলা ঈদগাহ মাঠের পশ্চিম পাশের একটি জমি থেকে অজ্ঞাত এক নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশের পরনে কালো রংয়ের জামা ও পায়জামা ছিল। এবং লাশের ডান পায়ের চেয়ে বাম-পা ছোট। লাশের গলায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশ লাশটির সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।
বগুড়ার সোনাতলা থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল জোব্বার বলেন, প্রতিবন্ধী ওই নারীকে কেউ গলা টিপে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে যেতে পারে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যার কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন