ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মাঠ থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার হেলাই গ্রামের মাঠ থেকে স্থানীয় সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, স্থানীয় কৃষকেরা মাঠে কাজ শেষে দুপুরে বাড়ি ফেরার সময় মাঠের একটি পুকুরের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
শুক্রবার রাতে ও শনিবার সকালেও লোকটিকে এলাকায় চলাফেরা করতে দেখেছে স্থানীয়রা এবং তাকে কলা ও পাউরুটি খেতে দিয়েছে তারা।
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, সে রোগাক্রান্ত, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। রোগাক্রান্ত থাকার কারণেই তার মৃত্যু হতে পারে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন