১৯ জানুয়ারি, ২০২০ ১৮:৩১
আগামীকাল থেকে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা

দিনাজপুরে শীতের মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শীতের মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তি

দিনাজপুরের শীতের মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে এনেছে ভোগান্তি। রবিবার সকাল থেকেই সূর্যের দেখা না মিললেও দিনাজপুরের বিভিন্ন উপজেলায় হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এতে করে তাপমাত্রা কমায় আবারও নতুন করে শীত বাড়তে শুরু করেছে। 

তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে এবং আগামীকাল থেকে আরেকটি শৈত্যপ্রবাহ দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় দিনাজপুর আবহাওয়া অফিস। 
 
আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি। রাতে আরও তাপমাত্রা কমতে পারে। এতে করে দিনাজপুরসহ উত্তরাঞ্চলে আরেকটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর