১৯ জানুয়ারি, ২০২০ ২০:৫৪

শেরপুরে ইটভাটা অন্যত্র সরানোর নির্দেশ, ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি :

শেরপুরে ইটভাটা অন্যত্র সরানোর নির্দেশ, ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরের শ্রীবরদীতে আবাসিক এলাকার আবাদি খেতে ইটভাটা স্থাপনের অভিযোগে মের্সাস রাজু জিগজ্যাগ ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা ও ইট ভাটাটি দ্রুত অন্যত্র সরানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার বিকালে উপজেলার দক্ষিণ ষাইটকাকড়া এলাকার এই ইটভাটায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান জিসান।

জানা যায়, প্রশাসনের যথাযথ অনুমতি ব্যতীত অননুমোদিত এলাকায় ইটভাটা নির্মাণ করায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬৫ দিনের বিনশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে মালিক পক্ষ জরিমানার অর্থ পরিশোধ করেন। ওই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। ওইসময় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর