বরিশালে ৬৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর দপদপিয়া সেতুর টোলপ্লাজায় ৩টি যাত্রীবাহী বাস তল্লাশি করে এ জাটকা উদ্ধার করে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড।
জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, পটুয়াখালীর কালাইয়া বাজার থেকে বিভিন্ন বাসে বিপুল পরিমাণ জাটকা ঢাকায় পাচার করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে দপদপিয়া সেতুর টোল প্লাজায় কোস্টগার্ডের সহায়তায় চেকপোস্ট স্থাপন করে মৎস্যবিভাগ। এ সময় ঢাকাগামী বাস তল্লাশি করে ৬৫ মণ জাটকা আটক করা হয়। তবে ওই জাটকার মালিকানা কেউ দাবি না করায় কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত জাটকা মঙ্গলবার সকালে বরিশালের রসুলপুর কোস্ট গার্ড স্টেশনে বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার