২১ জানুয়ারি, ২০২০ ১৬:৪২

দিনাজপুরে আইনজীবী সহকারী সমিতির বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে আইনজীবী সহকারী সমিতির বিক্ষোভ সমাবেশ

আইনজীবী সহকারী কাউন্সিল (ল-ক্ল্যার্ক) নামের আইন পাশের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশে করেছেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি দিনাজপুর শাখার সদস্যবৃন্দ। 

আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, সারাদেশে ৫০ হাজার আইনজীবী সহকারী রয়েছে এবং তাদের ৩ লাখ পরিবারের সদস্যরা ল-ক্ল্যার্ক আইন পাশ না হওয়াতে মানবেতর জীবনযাপন করছে। তারা ল-ক্ল্যার্ক আইন হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চায়। আগামী শীতকালীন সংসদ অধিবেশনে ল-ক্ল্যার্ক আইন পাশ না হলে লাগাতার আন্দোলনে যাবে বলেও জানায় আইনজীবী সহকারীরা।

মঙ্গলবার সকাল ১১টায় আইনজীবী সহকারী কাউন্সিল (ল-ক্ল্যার্ক) আইন পাশের দাবিতে জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা শাখার সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ফকির, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খগেন্দ্র নাথ শীল, দপ্তর সম্পাদক মো. শামসুল ইসলাম, বিপুল কুমার সরকার (২), শাহনেওয়াজ বেগম, মো. রাশেদুল হক আশিক, মো. কফিল উদ্দিন ও বিপুল কুমার সরকার প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমিটির সদস্য মো. গোলাপ হোসেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর