৩য় শ্রেণির কর্মচারীদের পদবী এবং বেতন পরিবর্তনের দাবিতে মানিকগঞ্জে কলম বিরতি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সরকারী সমিতি (বাকাসস) মানিকগঞ্জ জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ৪র্থ দিনে সকাল ৯টা থেকে কলম বিরতি শুরু হয়। মানিকগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে তারা এই কলম বিরতি পালন করে।
এসময় কর্মকর্তার জানান, এই দাবিতে ৪র্থ দিনে জেলার সকল উপজেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে। তাদের এই যোক্তিক দাবি অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনকারীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাছুদুর রহামন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা