বরিশালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএস অজিয়র রহমান। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে আইে টুর্নামেন্টের আয়োজন করে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লতিফ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, বরিশাল প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট দীনা ইয়াসমিন ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. হোসেন চৌধুরী।
এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলার ১০ উপজেলার দল ও তাদের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর বিভিন্ন দিক তুলে ধরেন।
উদ্বোধনী দিনে বাবুগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের পৃথক খেলা একই সময়ে আউটার স্টেডিয়ামে আলাদা দুটি মাঠে অনুষ্ঠিত হয়।
৩ দিনব্যাপী এই টুর্নামেন্টে ৬ টি গ্রুপে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ২৫ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন