কুষ্টিয়ার দৌলতপুরে শিখা খাতুন (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রিফুজিপাড়া গ্রামের সোহেল হোসেনের স্ত্রী এবং সে দুই সন্তানের জননী ছিল।
স্থানীরা জানায়, পারিবারিক বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় সোহেল তার স্ত্রী শিখা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা শেষে তার লাশ ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় বলে এলাকাবাসীর অভিযোগ। ঘরের মধ্যে শিখা খাতুনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়।
বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, আজ বৃহস্পতিবার গৃহবধূ শিখা খাতুনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। হত্যা না আত্মহত্যা এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার