নেত্রকোনার দুর্গাপুরে তরুণ প্রজন্মের কাছে মাদকের কুফল তুলে ধরতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, পৌর মেয়র আব্দুস সালাম, সুসং সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ।
পরে উপস্থিত শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে ড. তরুণ কান্তি শিকদার শপথ বাক্য পাঠ করান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন