পটুয়াখালীর কলাপাড়ায় রেজাউল (৭) নামের এক শিক্ষার্থীর স্কুলের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ দিকে উপজেলার মধ্য টিয়াখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শিক্ষার্থী ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে টিয়াখালী ইউনিয়নের সোলায়মান হাজীর পুত্র বলে জানা গেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকিবুল ইসলাম জানান, সে প্রতিদিনের মত স্কুলে আসে। বিদ্যালয় প্রাঙ্গণে তার সহপাঠীদের সাথে খেলছিল। সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ওই শিক্ষার্থী মৃত্যুতে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/শফিক