দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরলের ফরক্কাবাদ ইউনিয়নের জুলুমুদিখানার সামনে বরযাত্রী বহনকারী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জহুরুল হোসেন রিংঙ্কু নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি দিনাজপুর শহরের মুন্সিপাড়া মহল্লার মৃত নাজমুল হোসেন বাচ্চুর ছেলে। সে এক সন্তানের জনক।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরলের ফরক্কাবাদ ইউনিয়নের জুলুমুদিখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। বিরল থানার উপ পরিদর্শক মামনুর রহমান জানান, ঘন কুয়াশার মধ্যে বরযাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক জহুরুল হোসেন রিংঙ্কু নিহত হয়। তবে এব্যাপারে থানা পুলিশে কোন অভিযোগ জানায়নি নিহতের পরিবার।
বিডি-প্রতিদিন/শফিক