ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা শাখার ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সারাফাত হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার সহ-সভাপতি মাওলানা মুহা. হাফিজ উদ্দিন, সেক্রেটারি মতিউর রহমান বায়েজিদ, ইসলামী যুব আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুসা বিন হারুনসহ ইশা ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলার সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল