ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় দুই সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার দৌলতপুর এলাকার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই উপজেলার পুটিজুরি ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের আতিক উল্লাহর ছেলে আব্দুর রকিব ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া।
পুলিশ জানায়, ভোর রাতে সিএনজি অটোরিকশায় গ্যাস নিতে পুটিজুরি বাজার থেকে মিরপুরে যাচ্ছিলেন দুই অটোরিকশা চালক। পথে অজ্ঞাত গাড়িচাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দু’টি উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেএম মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন