পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দুই দফা দাবিতে ৬ষ্ঠ দিনের মতো টাঙ্গাইলে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসাস) জেলা শাখা।
মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করে আন্দোলনকারীরা।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসাস) জেলা শাখার সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব সিদ্দিকী, সংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, অফিস সহকারী নাসরিন আক্তার, ফেরদৌসী রহমান ও আরমান মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন