২৮ জানুয়ারি, ২০২০ ১৬:০২

রায়পুরে আগুনে দোকান ও বসতঘর পুড়ে ছাই

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রায়পুরে আগুনে দোকান ও বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ডে পোস্ট অফিস রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আজ ভোররাত আনুমানিক ৪ টার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ওষুধের দোকান, চায়ের দোকান, সাইকেলের গ্যারেজসহ ৬টি ও একটি বসতঘর পুড়ে যায়।

স্থানীয়রা জানান, আজ রাত ৪ টার সময় পৌর শহরের পোস্টঅফিস রোডের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ৬টি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এদিকে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও সংরক্ষিত মহিলা এমপি সেলিনা হোসেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর