নীলফামারীতে পুকুরে ডুবে তাওহিদ ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রামনগর ইউনিয়নের চরচরাবাড়ি উত্তর পাড়া এলাকার একটি পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। তাওহিদ সেখানকার আমজাদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলো শিশুটি। এনিয়ে খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় মঙ্গলবার সকালে খবর দেওয়া হয় নীলফামারী ফায়ার সার্ভিসে।
দুপুরে ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল খালেকের নেতৃত্বে শিশুটির বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফায়ার কর্মী আব্দুল খালেক জানান, পুকুরের গভীরতা থাকায় অনেক চেষ্টা চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/হিমেল