২৯ জানুয়ারি, ২০২০ ১৫:৪৭

ফরিদপুরে ১০০ মহিলাকে পোশাক তৈরির প্রশিক্ষণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি


ফরিদপুরে ১০০ মহিলাকে পোশাক তৈরির প্রশিক্ষণ

ফরিদপুরের চরভদ্রাসনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একশ জন যুব মহিলাকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করার লক্ষে  পোশাক তৈরির উপরে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। বুধবার দুপুরে গাজীরটেক ইউনিয়নের চরঅযোদ্ধা গ্রামের সালাম শিকদারের বাড়িতে এ প্রশিক্ষণ শুরু হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোতালেব হোসেন মোল্যা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নান্নু বেগ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এক মাসব্যপী এ প্রশিক্ষনের আয়োজন করেছে। প্রশিক্ষণ শেষে মেধা অনুসারে প্রশিক্ষনার্থীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর